ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কুমিল্লায় ধীরগতিতে কমছে বন্যার পানি

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। তবে পানি কমছে ধীরগতিতে। এতে বানভাসি মানুষের ভোগান্তি রয়েই গেছে। এখনও অনেকের বাড়িতে পানি রয়েছে। অনেকেই পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার কথা জানান। এদিকে পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বানভাসি মানুষজন। দেখা দিচ্ছে তীব্র পানি সংকট।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে গোমতী নদীর বাঁধ ভাঙা অংশে পানি বের হতে দেখা যায়। তবে গোমতী নদীর পানি প্রবাহ স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া প্লাবিত কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যা পানি কমে পরিস্থিতি আরও উন্নত হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের হিসেব মতে জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দি হয়েছিল। ৭২৪টি আশ্রয় কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয়  নিয়েছিল। যাদের বেশির ভাগ এখন বাড়িঘরে ফিরে যাচ্ছে।

জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ নগদ টাকা ও ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬০০ টন চাল ও নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |