• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় শত কণ্ঠে জাতীয় সংগীত

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৪
কুষ্টিয়ায় শত কণ্ঠে জাতীয় সংগীত
ছবি : আরটিভি

সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় সমবেত কণ্ঠে ১০ মিনিটে তিনবার শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত গেয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে শহরের বিজয় উল্লাস চত্বরে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

জানা যায়, সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জাতীয় সংগীত ও পতাকাসহ বাঙালি জাতির অস্তিত্বের ওপর উগ্রবাদী আগ্রাসন রুখতে এই আয়োজন করা হয়।

এ সময় সাংস্কৃতিক রাজধানীখ্যাত কুষ্টিয়ার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহনণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ।

অধ্যাপক ড. সরওয়ার মূর্শেদ বলেন, সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করতে চাওয়াটাও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। আমরা অনুভব করেছি একাত্তরে আমাদের সত্যিকারের যে দেশপ্রেম ছিল সেই প্রেমটা যেন সবার মধ্যে জাগ্রত হয়। সেই জায়গা থেকে ভেবেছি আমাদের জাতীয় সংগীতটা গাওয়া উচিত।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া মুক্ত দিবস আজ
কুষ্টিয়া মুক্ত দিবস পালিত