চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক পাখি শিকারির খাঁচায় থাকা ১২০টি টিয়া পাখি পেয়েছে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর স্বাধীনতা।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে পাখিগুলোকে উদ্ধার করে ছেড়ে দেয় স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে পাখি শিকারি রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামাত এলাকায় রবিউল ইসলামের বসত বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে খাঁচায় থাকা ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাখি শিকারি রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির অংশ নেন।