ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শরীয়তপুরে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু 

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ , ০৩:৫৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

শরীয়তপুর পৌর এলাকায় নির্মাণ কাজ করার সময় দেয়ালচাপায় সোহেল সরদার (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল সরদার পৌরসভার শান্তিনগর এলাকার মোখলেস সরদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে রূপনগর এলাকার চাঁনমিয়া তস্তারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল মেরামতের কাজ করছিলেন সোহেল সরদার। এ সময় দেয়ালটি ভেঙে গেলে সেটির নিচে চাপা পড়েন সোহেল। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সদর হাসপাতালের মেডিকেলে অফিসার (আরএমও) বলেন, ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নীরিক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |