• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলে হেরোইনসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৭
ছবি: আরটিভি

টাঙ্গাইল পৌর শহরে ৭০ গ্রাম হেরোইনসহ হাসিনা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শান্তিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক উপপরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মোছা. হাসিনা (৬৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী। এ সময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিকমূল্য সাত লাখ টাকা। এ ছাড়া নগদ ১ হাজার ৯৮৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সে মাদক কারবারি চক্রের সদস্য এবং মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়তই অভিনব কৌশল অবলম্বন করত। ওই নারী রাজশাহী জেলা থেকে অবৈধ হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, হাসিনাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, মালিকসহ গ্রেপ্তার ২
চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজিচালকসহ নিহত ২