• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

তিন মাসের সন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ, বাবা আটক

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪
তিন মাসের সন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ, বাবা আটক
ফাইল ছবি

নাটোরে তিন মাসের শিশুসন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে তাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বাবার বাড়ি থেকে নিজের তিন মাস বয়সী ছেলেকে টিকা দিয়ে বুধবার স্বামীর বাড়িতে আসেন মা রুপা বেগম। দুপুরে তিনি রান্নাবান্না করে ছেলেকে রেখে পাশের বাড়িতে যান পানি আনতে। এরই মধ্যে শিশুটি কান্নাকাটি শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে দেয়ালের ওপর আছড়ে ফেলেন। পানি নিয়ে এসে মা রুপা বেগম দেখেন তার ছেলে অচেতন এবং মাথা ও নাখ-মুখে আঘাতের চিহ্ন। দ্রুত তিনি বাচ্চাকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে মাথায় পানি দেন এবং স্থানীয়দের সহায়তায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি। শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। শিশুটির ময়নাতদন্তে হবে। এরপর তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
আমার মেয়ের খুনি কে, আমি কি বিচার পাব না: প্রশ্ন তিন্নির বাবার
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক