• ঢাকা বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১
logo

থানার অস্ত্র খুঁজতে জাল ফেলা হলো নদীতে

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪
ছবি : সংগৃহীত

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির সন্ধানে জাল ফেলে করতোয়া নদীর তিন কিলোমিটারজুড়ে তল্লাশি করেছে পুলিশ। তিন ঘণ্টার তল্লাশিতে একটি অস্ত্রও উদ্ধার হয়নি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চেলোপাড়া থেকে দক্ষিণে ভাটকান্দি ব্রিজ পর্যন্ত করতোয়া নদীতে এই তল্লাশি চালানো হয়।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে বগুড়া সদর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানা পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সে আশ্রয় নেন। এ সময় থানার অন্যান্য মালামালের সঙ্গে লুট করা হয় ৩৯টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে বিপুল পরিমাণ গোলাবারুদ। পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার করা হয় ১৩টি অস্ত্র। এখনো ২৬টি অস্ত্র পাওয়া যায়নি। যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকার পরেও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে না। পুলিশের ধারণা খোয়া যাওয়া অস্ত্র নদীতে ফেলে দেওয়া হতে পারে। এ কারণে নদীতে তল্লাশি চালানো হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চেলোপাড়া থেকে এসপি ব্রিজ পর্যন্ত নারুলী ফাঁড়ি এবং এসপি ব্রিজ থেকে ভাটকান্দি পর্যন্ত বনানী পুলিশ ফাঁড়ির সদস্যদের উপস্থিতিতে জাল দিয়ে তল্লাশি করে একটি অস্ত্রও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশির প্রমাণ মিলেছে: তাজুল
খাগড়াছড়িতে অপহরণকারীদের কবলে ৩ পর্যটক, পুলিশি তৎপরতায় রক্ষা
অতিরিক্ত ডিআইজি প্রলয়ের চার দেশে ৬ বাড়ির অনুসন্ধানে দুদকে চিঠি
অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি