ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ১০:২০ এএম


loading/img
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে নগরবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আমীর আলীর ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, রাতে আলমগীর বাড়ির পাশের জমিতে সবজির চারা রোপণ করতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তিনি জমিতেই লুটে পড়েন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আলমগীরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এক কৃষক বজ্রপাতে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জেনেছি। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

আরটিভি/এএএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |