• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রিমান্ড নামঞ্জুর করে সাবেক শিল্পমন্ত্রীকে কারাগারে প্রেরণ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯
রিমান্ড নামঞ্জুর করে সাবেক শিল্পমন্ত্রীকে কারাগারে প্রেরণ
ছবি : সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্র বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরবর্তীতে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম বলেন, ‘বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’

তবে এ আদেশের বিরোধিতা করে আপিল করবেন বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর
স্ত্রী বাড়ি না ফেরায় ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, অতঃপর...
সড়কের ইট তুলে দেয়াল নির্মাণের অভিযোগ