ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ঘুমের মধ্যে সাপের কামড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ১০:২৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়ায় গভীর রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে রমজান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রমজান আলী উপজেলার বড়হাতিয়া ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়া গ্রামের মৃত ভেট্টা মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী ময়ূরী আক্তার বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমার স্বামী চিৎকার দিলে বাড়ির অন্যরাও ঘুম থেকে জেগে ওঠেন। তিনি সারারাত যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিষধর সাপের কামড় চিহ্নিত করেন এবং তাকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, বিষধর সাপের কামড়ে মৃত্যু হওয়া যুবকের মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ লাশের সুরতহাল শেষ করেন।

আরটিভি/এফআই-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |