• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

আবুধাবিতে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৪
ফাইল ছবি

আবুধাবিতে বাংলাদেশি মহিন উদ্দিন লিটনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। নিহত লিটন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁওয়ের কেয়াম উদ্দিন হাজী বাড়ির হাজী আবদুল ছালামের ছেলে।

নিহতের ছেলে আশরাফুল ইসলাম রিমন জানান, তার বাবা গত সাড়ে তিন বছর আগে জীবন ও জীবিকার তাগিদে আবুধাবি গিয়ে আল খাতাম নামক স্থানে চাকরি নেয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কোন এক সময় কর্মস্থলের পাশে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা চালায়। পরে পথচারী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

এদিকে দুদিন স্বামীর খোঁজখবর না পাওয়ায় তার মা নাছিমা আক্তার সেখানে অবস্থানকারী রিমনের মামা জাহিদুল ইসলাম টিটুকে ফোন করে তার স্বামীর বিষয়টি জানায়। টিটু ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তার ভগ্নিপতি মহিউদ্দিন লিটনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সে দেশের স্থানীয় সময় সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ১ মেয়ে ২ ছেলের জনক।

নিহত বাংলাদেশি মহিন উদ্দিন লিটনের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজাল।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ, আতঙ্কে সীমান্তবর্তীরা
রোমানিয়ায় বাংলাদেশি কমিউনিটি গঠিত
সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
‘বাঙালি’ নয় ‘বাংলাদেশি’ নাগরিকত্বের সুপারিশ সংবিধান সংস্কার কমিশনের