ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ১১:০১ পিএম


loading/img
ছবি : আরটিভি

গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মিফতাহ উদ্দিন আহমেদ (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিফতাহ উদ্দিন গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকার শামসুদ্দিন আহমদের ছেলে। 

বিজ্ঞাপন

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মেদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দুপুরে বৃদ্ধ মিফতাহ উদ্দিন আহমেদ ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিফতাহ উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |