ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সাতকানিয়ায় পুকুরে ডুবে আনসার সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ , ০৩:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সাতকানিয়ায় সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু।

নিহত মাহমুদুল হাসান মিশু (২৪) ধর্মপুর চাঁদের পাড়া টিপু চেয়ারম্যান বাড়ির আবু সৈয়দের ছেলে।  

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু বলেন, আনসার সদস্য মিশুসহ তিন ভাই মিলে সোমবার বিকেলে ক্রিকেট খেলে। এরপর তিন ভাই মিলে পুকুরে গোসল করতে যায়। তখন তিন ভাই মিলে পুকুরে সাঁতার কাটে। এ সময় পুকুরের মাঝামাঝি এসে আনসার সদস্য মিশু পানিতে ডুবে যায়। মিশু পানিতে ডুবে যাওয়ার সময় বিষয়টি বুঝতে পেরে তার অপর দুই ভাই মিলে অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

তিনি আরও বলেন, পরে এলাকার আরও লোকজন মিলে ডুবে যাওয়া মিশুকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |