• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বিএনপি ছাপানো ভোটের নির্বাচনে বিশ্বাস করে না: ইঞ্জিনিয়ার খালেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৭
ছবি : আরটিভি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা ছাপানো ভোটে নির্বাচনে বিশ্বাস করি না।

শনিবার (৫ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূর্বপাইক পাড়া হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার খালেদ বলেন, আমাদের নেতৃবৃন্দকে বলেছি আমরা এখনো বিরোধীদলে আছি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আগামী দিনে আমরা সরকার গঠন করব। এক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতিটি নাগরিকদেরকে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা পার্বণ করার আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ছিল ফ্যাসিস্ট সরকার। বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ছাপানো ভোটের মাধ্যমে ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তারা।

খালেদ বলেন, ২০১৮ সালে দিনের ভোট রাতের অন্ধকারে ছাপিয়ে ছিল তারা। সেই রাতের ভোটের নির্বাচনে তারা জয়লাভ করেছিল। ২০২৪ সালের নির্বাচনে আমি আর ডামির নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ ছিল। এই আমি আর ডামি নির্বাচনে তারা ক্ষমতায় এসেছিল। নির্বাচনের তাদের কোন প্রতিপক্ষ ছিল না। প্রতিটি নির্বাচনের তারা ভোট ডাকাতের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। জনগণের কোন আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না।

গত ৫ আগস্টের ছাত্র আন্দোলনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। তরুণ সমাজ এসব কারণেই ফুসে উঠেছিল। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা ছাপানো ভোটে নির্বাচনে বিশ্বাস করি না। আমরা আমাদের নেতৃবৃন্দকে বলেছি, আমরা এখনো বিরোধী দলে আছি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আগামী দিনে আমরা সরকার গঠন করব। এক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতিটি নাগরিকদেরকে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা পার্বণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড্যাব নেতা ডা. পিবি রায় সুপ্রিয়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এড. শফিকুল ইসলাম, এড. গোলাম সারোয়ার খোকন, যুগ্মসম্পাদক এবিএম মমিনূল হক, এড. তরিকুল ইসলাম রোমা, এড. আনিসুর রহমান মঞ্জু, আলী আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন রিপন, সাবেক আহ্বায়ক মনিরুল হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান দেলোয়ার কবির, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী এড. জেসমিন আক্তার, সদর উপজেলা মহিলা দলের সেক্রেটারি শামসুন্নাহার বেগম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর রুবেল, ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি এক পর্যায়ে জনসভায় রূপপায়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে: গয়েশ্বর
১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম
বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক