• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

পূজামণ্ডপ পরিদর্শনে মহিপুর থানা বিএনপি

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ২০:২৯
পূজামণ্ডপ পরিদর্শনে মহিপুর থানা বিএনপি
ছবি : আরটিভি

সম্প্রীতির বাংলাদেশ গড়তে পটুয়াখালীর মহিপুর থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহিপুর থানা বিএনপির নেতারা। দুর্গা উৎসব বাঙালির উৎসব। এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় মহিপুর থানার শ্রী শ্রী দূর্গা ও কালী মাতা নাট মন্দিরসহ থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মণ্ডপের পূজারি, পূজা কমিটির সভাপতি ও পূজার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজিব, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালীন আমাদের এ পরিদর্শন অব্যাহত থাকবে।

লতাচাপলী ইউনিয়ন ও কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন দলটির নেতারা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সর্বধর্মীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: সাইফুল আলম খান 
পাহাড়ে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে: হাসান আরিফ
সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলা আর হবে না: তারেক রহমান