• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

স্রোতের টানে সমুদ্র সৈকতে তলিয়ে গেল স্কুলছাত্র 

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১৫:১১
স্রোতের টানে সমুদ্র সৈকতে তলিয়ে গেল স্কুলছাত্র 
ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম আসমাইন (১৪)। সে বন্ধুদের সঙ্গে খেলা শেষে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যায়।

সোমবার (৭ অক্টোবর) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

নিখোঁজ ছাত্র কক্সবাজার শহরের দক্ষিণ রোমালিয়া ছড়া ৭নং ওয়ার্ডের করিমুল হকের ছেলে। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি তার সহপাঠীদের বরাতে বলেন, ‘আসমাইন সকালে তার সহপাঠীদের সঙ্গে শৈবাল পয়েন্টে ফুটবল খেলা শেষে সবাই মিলে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে সে তলিয়ে যায়। বিষয়টি আমরা জানতে পেরে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি। তবে এখনও সন্ধান মেলেনি।’

এ বিষয়ে কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, ‘এক স্কুল শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে বিষয়টি শুনেছি। উদ্ধার কার্যক্রম চলছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উখিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
থার্টিফার্স্ট উদযাপনের সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
কক্সবাজার থেকে ইয়াবা এনে ধরা আ.লীগ নেতা, অতঃপর...
পাচারের প্রস্তুতির সময় টেকনাফে ৬১ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫