২১ কোটি টাকা মূল্যের ‘তিমির বমি’সহ গ্রেপ্তার ১
কক্সবাজারের টেকনাফে ২১ কোটি টাকার মূল্যের ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করা হয়েছে। এ সময় শামসুল আলম (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে বিজিবির সদস্যরা।
সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘গোপন সংবাদের খবর ছিল রোববার (৬ অক্টোবর) শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ পশ্চিম দিকে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানের মালামাল পাচার হতে পারে। এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং শাহপরীরদ্বীপ বিওপি’র দুইটি টহলদল দ্রুত শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় অবস্থান নেয়। ওইদিন সন্ধ্যার দিকে সন্দেহভাজন একজনকে বস্তা নিয়ে শাহপরীরদ্বীপ বাজারপাড়ার দিকে আসতে দেখলে বিজিবির টহলদল তাকে গ্রেপ্তার করে। পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতরে একটি বালতি থেকে বিক্রয় নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২১ কোটি টাকা ‘
তিনি আরও বলেন, ‘পরে উদ্ধার অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, কক্সবাজারে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয়।’
লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘উদ্ধার অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।’
আরটিভি/এসএপি
মন্তব্য করুন