• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ১০:৫৭
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ অক্টোবর) রাতে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহারুল ইসলাম (৩৭)। তিনি মোবারক পাড়ার পেয়ার আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার বাড়ির পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি (মেড ইন ইউএসএ) পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন আরেক মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
জেনেভা ক্যাম্পের ‘মাদক সম্রাট’ চুয়া সেলিম গ্রেপ্তার
ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার
নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-পলকসহ ৫ জন