• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

মাদরাসাছাত্রকে অপহরণের অভিযোগ, তিন লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ২০:৫৬
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে মো. জাহিদুর রহমান ঈশান (১৭) নামে এক মাদরাসাছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। ঈশান উপজেলার বাহারচরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা গ্রামের মো. ইলিয়াসের দ্বিতীয় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈশান জলদি হোসাইনিয়া কামিল মাদরাসার প্রথম বর্ষের ছাত্র। সোমবার (৭ অক্টোবর) বিকেলে বন্ধুর সঙ্গে দেখা করবে বলে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি। রাত হয়ে গেলে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন মঙ্গলবার এক অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ঈশানকে নিয়ে যেতে বলে ফোন কেটে দেয় অপহৃত চক্র।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঈশানের বাড়িতে গিয়ে দেখা যায় তার মা জেসমিন সুলতানা ছেলের জন্য বিলাপ করছেন। তিনি বলেন, একটা লোক কমপক্ষে ২০ বারের ওপরে ফোন করে টাকা দাবি করেছে এবং এসব কথা বাইরে কাউকে বললে ছেলের ক্ষতি হবে বলে হুঁশিয়ারিও দেয়। আমি কেঁদে কেঁদে বলি, আমি গরিব মানুষ, আমার স্বামী ছোট একটা মসজিদে ইমামতি করে, এত টাকা কোথায় পাব। আপনারা আমার ছেলের ক্ষতি করবেন না আল্লাহর দোহায় লাগে। এরপর ওই লোক বলে যতটাকা জোগাড় হইছে তত টাকা পাঠান। এর মধ্যে আমার ছেলের সঙ্গে একবার কথা বলিয়ে দেয়। ছেলে বলে তাকে আটকে রেখেছে উখিয়ায়। আমার বড় ছেলে বর্তমানে উখিয়ার দিকে রওনা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, লোকমুখে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানায়নি। বিষয়টির খোঁজ নিয়ে আমার পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হলে করব।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, থানায় একটা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবার থেকে অপহরণের বিষয়টি জানায়নি। তারপরেও আমাদের তৎপরতা চলমান।

আরটিভি/এএএ/এসএ


মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ১৪০ টাকা ডজনে মিলছে ডিম
তীরের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু
ফানুসের আলোয় আলোকিত চট্টগ্রামের আকাশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে দীর্ঘ যানজট