• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ 

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১৪:১৩
ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার কমেছে। এ বছর পাস করেছেন ৭০ দশমিক ৩২ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৫১০, ছাত্রী ৫ হাজার ৭৫৯।

নগরের ষোলোশহর এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মিলনায়তনে এ ফলাফল প্রকাশ করেন বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম।

তিনি জানান, এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৪১৬। পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। উপস্থিত ছাত্রীর সংখ্যা ৫৭ হাজার ৩৩৩, ছাত্র ৪৮ হাজার ৮৩। ছাত্রীর পাসের হার ৭২ দশমিক ৪৯, ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৭২। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৭ হাজার ৬৯৭ জন।

গতবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৩৩৯ জন। এ বছর ৫ হাজার ৯৩০ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে পাসের হার কিছুটা কমে গেছে। যেমন গত বছর পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫, এবার ৭০ দশমিক ৩২।

এবার ২৮২টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার কেন্দ্র ছিল ১১৫টি। চট্টগ্রাম জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা দেন।

প্রতিবারের মতো এবারও ফলাফলে পিছিয়ে রয়েছে তিন পার্বত্য জেলা। রাঙামাটিতে এ বছর পাসের হার ৬০ দশমিক ৩২। খাগড়াছড়িতে সবচেয়ে কম, ৫৯ দশমিক ৬৩। অন্যদিকে বান্দরবানে পাসের হার ৫৯ দশমিক ৯০।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
মাঝবয়সে এসে একসঙ্গে এইচএসসি পাস করলেন স্বামী-স্ত্রী
জিপিএ-৫ পেলেন সেই মুশতাকের স্ত্রী তিশা
চাঁদপুরে এইচএসসিতে শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ