ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

হিলির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে। গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত রিপন উপজেলার বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের মাধ্যমে হাকিমপুর থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে গাজীপুর মহানগর এলাকায় থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিয়া জানান, ২০০৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আদালত রিপনকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে রিপন পলাতক ছিলেন। মঙ্গলবার গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হাকিমপুর থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

আরটিভি/এফআই/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |