• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

তীরের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৫
ছবি: আরটিভি

চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশের তৈরি তীরের আঘাতে সাইদুল কবির (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার আজিজুর রহমানের ছেলে ও পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, বিকালে সহপাঠীদের সাথে বাঁশের কঞ্চির তীর বানিয়ে খেলাধুলা করার মুহূর্তে একটি তীর এসে সাইদুলের বুকে ঢুকে রক্তক্ষরণ হয়। বিষয়টি জানতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আঘাত গুরুতর বিবেচনা হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানা পুলিশ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামের সাবেক এমপি নদভী ৪ দিনের রিমান্ডে
পাগলা নদীতে ডুবে কিশোরের মৃত্যু
মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে কিশোরের আত্মহত্যা
বালুভর্তি ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর