• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৪২
ছবি : আরটিভি

ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলায় লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর থানা থেকে মাইক্রোবাসে করে তাকে ঢাকার খিলক্ষেত থানার উদ্দেশ্যে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মো. আরশাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও তৎসম আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর মডেল সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লামায় বসতঘরে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ