• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

সৈকতে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ১৬:০১
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের জেটস্কি থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

‘সি সেইভ লাইফ গার্ড’-এর কর্মী সাইফুল্লাহ সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পর্যটকের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাইফুল্লাহ সিফাত জানান, এই পর্যটক সাগরে জেটস্কি করে ঘুরতে নামে। এক পর্যায়ে জেটস্কি থেকে পানিতে পড়ে যান। এ সময় জেটস্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করেও ঢেউয়ের কারণে ব্যর্থ হন। পরে লাইফ গার্ড কর্মীরা দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈকতে পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের লাশ
কক্সবাজার সৈকতের অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ
শীতের শুরুতেই কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত
টেকনাফ সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ