ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সৈকতে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ অক্টোবর ২০২৪ , ০৪:০১ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের জেটস্কি থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

‘সি সেইভ লাইফ গার্ড’-এর কর্মী সাইফুল্লাহ সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পর্যটকের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

সাইফুল্লাহ সিফাত জানান, এই পর্যটক সাগরে জেটস্কি করে ঘুরতে নামে। এক পর্যায়ে জেটস্কি থেকে পানিতে পড়ে যান। এ সময় জেটস্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করেও ঢেউয়ের কারণে ব্যর্থ হন। পরে লাইফ গার্ড কর্মীরা দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

আরটিভি/এমএ-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |