• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আন্ডারপাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি,আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৪, ১৪:২০
ছবি: সংগৃহীত

আন্ডারপাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী এবং শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এতে স্থানীয় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, মহাসড়কের এ স্থানটিতে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পরে প্রাণহানীর ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সল্লা এলাকায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে আন্ডারপাসের দাবি জানালেও কোন গুরুত্ব দিচ্ছে না। এ কারণে স্থানীয় ১১টি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। পরে তিনি আন্ডারপাস নির্মাণের আশ্বাস দেন।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
‘ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা ভালো না’
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস