ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ০৬:২৫ পিএম


loading/img
ফাইল ছবি।

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত নারীর নাম তাহেরা বেগম (৫৫)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামের সোলতান আহমদের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন ও মৃত নারীর পরিবার জানায়, সোমবার রাতে ফাঁসিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বনের অদূরে মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তাহেরা বেগম। এ সময় দলছুট একটি বন্য হাতি এসে তাকে আক্রমণ করে শুঁড়ে তুলে আছাড় মেরে চলে যায়। খবর পেয়ে জমিরার পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এলাকাটির পাশেই ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য বন্য হাতির আবাসস্থল হিসেবে পরিচিত। সম্প্রতি বন্য হাতির বিচরণ বেড়ে গেছে। বনের পাশে বাস করা লোকজন নিয়ে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক সভা করা হয়।

আরটিভি/এএএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |