• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ২ 

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১৯:০৩
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্ত এলাকা থেকে রনি দাস (৩২) নামের এক ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পুরোনো ধর্মরামবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

রনি দাস ত্রিপুরার দক্ষিণ রাজনগর বেলুনিয়ার বাসিন্দা। এ সময় মো. সাইফুল ইসলাম (২৪) নামের স্থানীয় একজন বাসিন্দাকেও আটক করা হয়। তিনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ছনখোলাপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, উপজেলার শফিটিলা সীমান্ত পিলার এলাকায় ভারতীয় নাগরিক অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সেখানে যায়। এ সময় রনি দাসকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তার কাছ থেকে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পারমান্যান্ট অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের ছবি, দুটি মুঠোফোন, বাংলাদেশি নগদ ৪ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। রনি ও সাইফুল অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

৪০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান গণমাধ্যমকে বলেন, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধ করতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আটক দুজনকে মাটিরাঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে তুলকালাম কাণ্ড, দুইটি ট্রাক আটক 
সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
দুই কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ তিন ট্রেনযাত্রী আটক