ভিমরুলের কামড়ে শিশুসহ আহত ৩০

আরটিভি নিউজ

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ , ০৯:৩৬ এএম


ভিমরুলের কামড়ে শিশুসহ আহত ৩০
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ভিমরুলের কামড়ে শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের সকলেই পথচারী ও অটোরিকশা যাত্রী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।  

রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় এই ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

আহতরা হলেন- রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আ. খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাতসহ (২১) অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে সবার নাম জানা যায়নি। 

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থল এলাকায় একটি গাছে দীর্ঘদিন ধরে ভিমরুলের বাসা রয়েছে। ঘটনার সময় হঠাৎ একঝাঁক ভিমরুল ওই সড়কে চলাচল করা পথচারী, যাত্রী ও যান চালকসহ অনন্ত ৩০ জনকে কামড়ে আহত করে।

এ ঘটনায় আহত উপজেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী ফেরদৌসী বেগম বলেন, ইজিবাইকে রোগীদের নিয়ে আসার সময় গাভীশিমুল বড় মসজিদের সামনে হঠাৎ ভিমরুল আক্রমণ করে। এ সময় ৪০ দিন বয়সী শিশুসহ ৮ জন আহত হয়। পরে এই সড়কে চলাচল করা আরও অনেকেই আহত হন। 

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হারুন অর রশিদ বলেন, ভিমরুলের কামড়ে আহত নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এফআই/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.