• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

জালে উঠে এলো ৩ শিশুর মরদেহ

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ২৩:৪৭
সংগৃহীত ছবি

ভোলার তজুমদ্দিনে পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. হোসেনের দুই মেয়ে মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯)। অপর শিশু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে রাফিয়া আক্তার (১০)। মিম, মারজিয়া ও রাফিয়া সম্পর্কে খালা-বোনজি।

শিশুর পরিবার জানায়, গেল চার দিন আগে মিম এবং মারজিয়া রহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছে। সোমবার দুপুরের দিকে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন, মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তারের জামাকাপড় ঘাটলায় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তারা পুকুরে জাল ছুঁড়ে মারেন। এরপর একের পর এক জালে শিশু তিনটির মরদেহ ভেসে ওঠে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শিশু তিনটির মর্মান্তিক মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। আপনার (প্রতিবেদকের) কাছ থেকে খবরটি শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের অসতর্কতার কারণে এ মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
নোয়াখালীতে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
বন্ধুত্ব পাতিয়ে খাইয়ে দিতেন সায়ানাইড, ভয়ানক সেই সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড 
ধানখেত থেকে সাঁওতাল নারীর মরদেহ উদ্ধার