• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৭:১৪
ছবি : আরটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অবাধে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, মাছ ধরার ১টি নৌকা ও বেশ কিছু ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর ও হাইমচর এলাকার এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। আটককৃত জেলেদের মৎস্য সংরক্ষণ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার ফজলুল হক জানান, চাঁদপুরে পদ্মা মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় কোস্টগার্ডের সদস্যরা টহল জোরদার করেছে। এরপরও কিছু অসাধু জেলে আইনের চোখ ফাঁকি দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছে। যাদেরকে নদীতে জাল ও নৌকা নিয়ে পাওয়া যাচ্ছে, তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

এদিকে প্রতিদিন ২৪ ঘণ্টা মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ প্রশাসন ও মৎস্য বিভাগ পালাক্রমে নদীতে টহল দিচ্ছে। তারপরও জেলেরা থেমে নেই। আইনের চোখ ফাঁকি দিয়ে জেলেরা মাছ শিকারে নদীতে নামছে।

উল্লেখ্য, প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

আরটিভি/এএএ/এসএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার