ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আশুলিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ , ০৬:৫২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন করেছে ঢাকা জেলা পিবিআই। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ বিষয়ে উত্তরা পিবিআই কার্যালয়ে ব্রিফিং করেন ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার কুদরত ই খুদা।

এ সময় তিনি বলেন, সৎ ছেলে হিমেলকে হত্যার পরিকল্পনা করে উল্টো সৎ মা নিজেই হত্যার শিকার হয়েছেন। মায়ের হত্যা পরিকল্পনা জেনে গিয়ে সৎ মা, বাবা ও ছোট বোনকে হত্যার পরিকল্পনা করে ছেলে হিমেল। সৎ মা স্বপ্না বেগম বাবার সম্পত্তি থেকে ছেলেকে বঞ্চিত করতে তরিকুলকে দিয়ে ছেলে হিমেলকে হত্যা করতে চেয়েছিল; সেই তরিকুলের সহায়তায় হিমেল তার মা, বাবা ও বোনকে হত্যা করে।

বিজ্ঞাপন

কুদরত ই খুদা জানান, হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা ভেতর থেকে দরজা বন্ধ করে রুমে আগুন ধরিয়ে দেয়। পরে হত্যাকারীরা প্রতিবেশীদের সহায়তা নিয়ে আগুন নিভিয়ে ফেলে। তারা এটাকে আত্মহত্যার ঘটনা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে। পরে হত্যাকাণ্ড হিসেবে প্রতিয়মান হলে হত্যাকারী হিমেল নিজে ও স্বপ্নার বোন গিয়ে থানায় হত্যা মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু হলে হিমেল ও তরিকুল এ ঘটনায় জড়িত বলে প্রমাণ পায় পুলিশ। পরে ১৬৪ ধারায় আসামি দোষ শিকার করে পুরো ঘটনা পুলিশকে জানায়।


আরটিভি/এএএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |