ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ১২:২১ পিএম


loading/img
ছবি : আরটিভি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পাবনা জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হৃদয় গুরুতর আহত হয়েছেন।
 
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার তারাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে সদর উপজেলার তারাবাড়িয়া বাজারে টিসিবির পণ্য বিতরণকালে স্থানীয় কিছু যুবক কার্ড ছাড়াই পণ্য নিতে চাইলে হৃদয় তাতে বাধা দেন। এ সময় শাকিলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল হৃদয়কে ছুরিকাঘাত ও লাঠিপেটা করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

হৃদয়ের অভিভাবকরা জানান, পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আবদুস সালাম বলেন, লোক মুখে শুনেছি। কিন্তু কেউ এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |