আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট: টুকু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী সরকারের চরিত্র জনগণ বুঝে গেছে। নানা অনিয়ম দুর্নীতি করে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর কোনো দেশ তাকে আর আশ্রয় দিচ্ছে না। আওয়ামী লীগ সরকার চারিত্রিক ভাবেই ফ্যাসিস্ট এটার পরিচয় পাওয়া গেছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি, পৌর শাখার আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেশের জনগণ। ছাত্র-জনতার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে।’
আওয়ামী লীগ মানুষের জন্য আতঙ্ক উল্লেখ করে টুকু বলেছেন, একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে চারটি ক্যাম্প স্থাপন করে অনেক মানুষকে হত্যা করে যমুনা নদীতে ফেলা হয়েছিল। নদী কথা বলতে পারলে আজ সব বলে দিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের কথা স্মরণ করে বিএনপি নেতা বলেন, আবু সাঈদ বুক পেতে গুলি খেয়েছে। টিয়ারশেলের কালো ধোঁয়ার মধ্যেই পানি পানি বলে গুলি খেয়ে মুগ্ধ মারা গেছে। অনেক নিরপরাধ শিশু নিহত হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। এসব শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিস্টদের ঠাঁই হবে না। শেখ হাসিনা কোনো দিন দেশে ফিরতে পারবেন না। ফিরলে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসিতে ঝুলতে হবে।
টুকু বলেন, আওয়ামী লীগের শাসনামলে সিরাজগঞ্জ শহরে এক রাজার জন্ম হয়েছিল। সেই রাজার নির্দেশে আমাকে আসতে দেওয়া হয়নি। আসলেও গৃহবন্দি করে রাখা হতো। তার নির্দেশে বিএনপির রুমানা মাহমুদকে দুবার এবং আমাকে একবার হত্যাচেষ্টা করা হয়েছিল।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ ম রকিবুল হাসান রতন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, জেলা বিএনপি যুগ্ম- সম্পাদক ভিপি শামীম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুর জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জের ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত তহবিল থেকে শহীদ সুমন, শহীদ লতিফ, শহীদ আব্দুল রশিদের পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
আরটিভি/এমকে
মন্তব্য করুন