আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুষ্টিয়া জেলা ইজতেমা। কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন মাঠে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফজরের নামাজ পর আম বয়ানের মধ্যদিয়ে তিন দিনব্যপী এই জেলা ইজতেমা শুরু হয়।
শনিবার (২ নভেম্বর) দুপুরে আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি অগ্রগতি ও কল্যাণসহ দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় মাঠে ধর্মপ্রাণ প্রায় ১০ হাজার মুসল্লিদের কণ্ঠে আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়। মোনাজাত পরিচালনা করেন যশোর তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা আব্দুর রহমান।
এর আগে, ঢাকা কাকরাইল মসজিদের আমীর অলিউল্লাহসহ বিভিন্ন জেলার আমীরগণ তিন দিনব্যপী এই ইজতেমায় ঈমান, আমল, ইকরামুল মুসলেমিনসহ তাবলিগের ছয় উসুলের ওপর এবং তাৎপর্যপূর্ণ হেদায়েতি বয়ান দেন।
তাবলীগ জামাতের কুষ্টিয়া জেলার আমির আতিকুর রহমান জানান, আখেরি মোনাজাতে শরিক হতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু কিশোরসহ প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবছরই কুষ্টিয়া জেলা ইজতেমার আয়োজন করার দাবি করেন তারা। ইজতেমাকে ঘিরে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা নিয়োজিত ছিলেন।
আরটিভি/এমএ-টি