• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৯:০৮
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মুঈদ ফারুক বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রকাশ্যে টোকাই ও অভদ্র বলে কটাক্ষ করেছেন। এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, এদের দিয়ে কীভাবে দেশ চালাবেন?

২ অক্টোবর জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সোমবার (৪ নভেম্বর) তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা এম এ মুঈদ ফারুক বলছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজ নিরাপদ নয়। যদি আমি জানতাম এ দেশ এককালে রাজাকারের দেশ হবে। তাহলে আমি মুক্তিযুদ্ধ না করে রাজাকার হয়ে যেতাম। কেন স্বাধীন দেশে শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দেবে?

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে আগে কোনো বৈষম্য ছিল না। বৈষম্যবিরোধী ছাত্ররাই তো এ বৈষম্য তৈরি করছে। এখন এসেছে সমন্বয়ক। এই চ্যাংড়া পাংড়া টোকাই পোলাপাইন যদি দেশ চালায়, তাহলে তোমরা লেখাপড়া করে কী করবে?’

এই আওয়ামী লীগ নেতা শিক্ষার্থীদের আরও বলেন, তোমরা কোন দিন ইউনিভার্সিটিতে চান্স পেলে ছাত্র রাজনীতিতে জড়াবে না। ইউনিভার্সিটিতে কোন রূপ আন্দোলন শুরু হলে তোমরা সোজা বাড়িতে চলে আসবে।

ঢাকার বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, দেখো ওরা কি সভ্য নারী? এগুলো সভ্যতা হারিয়ে ফেলেছে।

এ সময় সংবর্ধনা সভায় বিএনপির সাবেক মন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব উপস্থিত ছিলেন।

এ দিকে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ফেসবুকে অনেকেই তার বক্তব্যের এই ভিডিওটি শেয়ার করে তাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দিচ্ছে।

অনেকেই এই আওয়ামী লীগ নেতাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়িতে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার 
আ.লীগ আমলে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পাবেন ভূতাপেক্ষ পদোন্নতি
আ.লীগ পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব: রাশেদ
গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল