• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

ট্রেনে বসা নিয়ে বাগবিতণ্ডা, বহিরাগতদের ডেকে হামলা চালালেন স্কুলশিক্ষক

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৪:২২
ট্রেনে বসা নিয়ে মারধর, আহত ১০
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সিটে বসাকে কেন্দ্র করে ট্রেনের ভেতর দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার পুখুরিয়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

বুধবার (৬ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী।

স্টেশন সূত্র জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন এক নারী। ফরিদপুর রেলস্টেশন থেকে জাকির মোল্লা নামের এক শিক্ষক ও তার স্ত্রী ওঠেন। জাকির মোল্লা ট্রেনের সিট না পেয়ে ওই নারীকে একটু চেপে বসে স্ত্রীকে বসতে দেওয়ার অনুরোধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে শিক্ষক জাকির মোল্লার বাগবিতণ্ডা হয়। পরে জাকির মোল্লা বহিরাগতদের ফোন করে ডেকে হামলা করে। এতে দুই নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

এ বিষয়ে জাকির মোল্লা গণমাধ্যমকে বলেন, ওই নারীকে চেপে বসে আমার স্ত্রীকে বসতে দিতে অনুরোধ করি। এ সময় আমাদের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়েছে। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তাই আত্মীয়-স্বজনরা শুনে হামলা করেছে। পুখুরিয়ায় আমার বহু আত্মীয়-স্বজন রয়েছেন। তারা এলাকার লাঠিয়াল বাহিনী। আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করলে তাদের এ পরিণতি হয়।

এ ব্যাপারে ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী বলেন, শুনেছি ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলস্টেশনে একটা মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
অটোরিকশাচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
অবৈধভাবে মজুত করা চার হাজার বস্তা সার জব্দ