• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে: এম সাখাওয়াত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৫:৫২
মোংলা হবে বিশ্বমানের স্মার্ট সমুদ্রবন্দর: ড. এম সাখাওয়াত হোসেন  
ছবি : আরটিভি

মোংলায় কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার (৬ নভেম্বর) সকালে বন্দরের জেটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, মোংলা বন্দরে কনটেইনার টার্মিনাল নেই। এখানে কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে।

তিনি বলেন, ভুটান-নেপালের জন্য মোংলা বন্দর উপযোগী। এখানে সড়ক, নৌ ও রেলপথ বিদ্যমান রয়েছে। মোংলা বন্দরকে ঘিরে আখাউড়া ও বাল্লা স্থলবন্দর সচল করা হচ্ছে। ভারতের অর্থায়নেও মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। চীন ও ভারতের উন্নয়ন প্রকল্প দুটি বাস্তবায়ন হলে বন্দরের চেহারা পরিবর্তিত হবে।

তিনি আরও বলেন, মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ সমুদ্র বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতেও বন্দরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়ক পথে দূরত্ব মাত্র ২১০ কিলোমিটার। এ ছাড়াও বন্দরটির সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্তের রেল ও নৌযোগাযোগ রয়েছে। সুতরাং এ বন্দরটিকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই।

মোংলা বন্দরকে আরও আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে চায়না ও ভারতের নেওয়া যৌথভাবে দুটি প্রকল্প দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। আশা করি, এ প্রকল্প দুটি আগামী ২ বছরের মধ্যে শেষ হবে। তখন বন্দরের চেহারা পাল্টে যাবে।

এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমানসহ বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলা বন্দরে নিলামে উঠেছে দামি ৭০ গাড়ি
জাহাজভাঙা শিল্পকে নিরাপদ করতে সরকার বদ্ধপরিকর: নৌপরিবহন উপদেষ্টা
মোংলা হবে বিশ্বমানের নিরাপদ ও আধুনিক সমুদ্রবন্দর: নৌপরিবহন উপদেষ্টা
গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস