• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ২০:০৯
ছবি : আরটিভি

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। নূর মোহাম্মদ নামে ওই যুবকের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার চারিপাড়া চৌমুনী বাজারের সরকার মার্কেট নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ (৪০) দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার মৃত মোফাজ্জর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান।

পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার সরকার মার্কেটের সরকার কসমেটিক্স ও রেন্ট কার নামক দোকানের মালিক নূর মোহাম্মদের কাছে একটি বিদেশি পিস্তল আছে— এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। উপপুলিশ পরিদর্শক নিংওয়াই মারমার নেতৃত্বে চলা এ অভিযানে অস্ত্রসহ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমরা নূর মোহাম্মদকে অস্ত্রসহ গ্রেপ্তার করি। তার নামে আগের কোনো মামলা নেই। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন
টিফিনবক্সে বিষ, হাসপাতালে স্কুলছাত্রী
৮১ বছর পর ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ