• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

ধর্ষণ মামলার আসামি ২ চীনা নাগরিক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১০:০৮
দুই চীনা নাগরিক
ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিককে বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে দুই চীনা নাগরিককে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তাররা হলেন চীনের ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)।

এর আগে, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাদের কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর থানার মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের।

ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সের এক নারী। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনের নাগরিক ওয়াং চাও ইয়াংকে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর স্বামীর সহায়তায় অপর দুইজন তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ২৭ আগস্ট থানায় মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা।

এ বিষয়ে জিএমপির কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেপ্তারদের হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার দুই চীনা নাগরিককে থানায় সোপর্দ করে। বুধবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
রাজশাহী পুলিশের সাবেক কমিশনারসহ ২২১ জনের নামে মামলা
পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল 
ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১