• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ 

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৯:৪২
ফাইল ছবি।

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে কুলসুম আক্তার (৩০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে চারজনের নামে ধামরাই থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ওই নারীর নাম আমিনা (৬০)। তিনি ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা। তিনি নিহতের নানি শাশুড়ি। ১০ থেকে ১২ দিন আগে মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। এছাড়া মামলার অন্য আসামিরা হলেন- নিহতের শাশুড়ি সুর্য বানু (৪৫), ননদ ইয়াছমিন (১৯) ও শ্বশুর আয়নাল পাগলা (৫৫)।

নিহত কুলসুম ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার ইয়ার হোসেনের স্ত্রী। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের শাশুড়ির রান্না ঘরে পুত্রবধূর পালিত মুরগি গেলে বউ-শাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয়। পরে হাতাহাতির একপর্যায়ে অভিযুক্তরা কুলসুমকে শ্বাসরোধ ও মারধর করে হত্যা করেন। তার কপালের ডান চোখের পাশে রক্তাক্ত জখম, মুখ, পিঠসহ সারা শরীরে জখমের চিহ্ন দেখা যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) মো. আজাহারুল জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হলে নিহতের নানি শাশুড়িকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেপ্তার
ধামরাইয়ে বাস ও অটোরিকশা সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
রাইস মিলের ছাইয়ে শিক্ষার পরিবেশে বিঘ্ন, প্রতিবাদে মানববন্ধন
ধামরাইয়ে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা