• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: পিআইবি মহাপরিচালক

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৯:৫৯
সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: পিআইবি মহাপরিচালক
ছবি: সংগৃহীত

গণতন্ত্রকে এগিয়ে নিতে সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে খুলনা জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ প্রতিবেদন ও বয়ানবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফারুক ওয়াসিফ বলেন, গত ১৫ বছর সাংবাদিকতা দেশ থেকে হারিয়ে গিয়েছিল। যার কারণে দেশের পরিস্থিতি আমরা জানতে পারিনি। যদি সঠিক সাংবাদিকতা ও জবাবদিহির জায়গা থাকতো, তাহলে দেশে গণতন্ত্র থাকতো। কিন্তু দেশের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ, দুর্নীতিবাজরা গ্রাস করেছিল। যারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে চারজন সাংবাদিক শহীদ হয়েছিলেন। আর আগস্টের প্রথম সপ্তাহে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়। গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছেন অন্তত ৩০ সাংবাদিক। দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালানো হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, সমাজের চেহারা। সাংবাদিকদের দায়িত্ব বেশি। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ, জাতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড. মো. হারুনর রশীদ খান আরও বলেন, সাংবাদিকদের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। তাহলে জবাবদিহির জায়গা তৈরি হবে। তথ্যপ্রযুক্তির পরিবর্তনের যুগে ঘন ঘন প্রশিক্ষণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলের শেষ হলো পাঁচ দিনব্যাপী রাস উৎসব
নওগাঁয় ঐতিহ্যবাহী নবান্ন মেলা  
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান