• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

আরএমপির বিতর্কিত ওসিদের অপসারণ দাবি  

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৮:৫১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশি কার্যক্রম গতিশীল করাসহ সার্বিক বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু সুফিয়ানের সঙ্গে মতবিনিময় করেছেন সাংবাদিকরা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে তারা এ মতবিনিময় করেন।

এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকরা বলেন, ছাত্রজনতার আন্দোলনের পর নতুন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার সুযোগ সৃষ্টির পর তিন মাসেও রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল না হওয়া, মাদক ও জুয়ার বিস্তার, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক।

একই সঙ্গে কিশোর গ্যাং ও বাইক পার্টির দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। এতে ছিনতাই, খুন ও রাহাজানি বেড়ে যাওয়ায় সচেতল মহল উদ্বিগ্ন। একসঙ্গে পুলিশের কোনো কোনো কর্মকর্তা আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করায় সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে। এ ছাড়া ছিনতাইকারীদের গ্রেপ্তার না করে তাদের আগাম তথ্য দিয়ে দেওয়া হচ্ছে। যা বেশ উদ্বেগের।

এ সময় আরএমপির বিতর্কিত বোয়ালিয়া মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ ও ওসি তদন্ত তাজমুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তাদের অপসারণের দাবি জানান সাংবাদিকরা।

রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম জুলু বলেন, আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। আরএমপিতে স্বৈরাচার কোনো দোসরের স্থান হলে আমরা তা কখনো মেনে নেব না। তাদের অপসারণ করা না হলে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে বাধ্য হবো।

এসব ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, পুলিশ দেশ ও জনগণের জন্য কাজ করবে। কেউ কোনো অনিয়ম করলে ছাড় পাবে না। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আরএমপি কমিশনার।

এদিন মতবিনিময়কালে রাজশাহী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার সুজাউদ্দীন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি, চ্যানেল আই এর সাংবাদিক আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব মাই টিভির সাংবাদিক শাহরিয়ার অন্তু, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগর শাখার সভাপতি গুলবার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, অর্থ সম্পাদক মো. রনিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন
সচিবালয়ের উপপুলিশ কমিশনার তানভীরকে অপসারণ
ছাত্রীদের টানা ৪ দিন আন্দোলন, প্রধান শিক্ষিকাকে অপসারণ 
পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ