• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আরিচা-কাজিরহাট নৌরুটে ৩ দিনের জন্য ফেরি চলাচল বন্ধ

পাবনা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ২০:৪৭
ছবি: প্রতিনিধি

নাব্য সংকটের কারণে পাবনা বেড়ার কাজিরহাট হতে আরিচা নৌপথে ৩ দিনের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। ঘাটের ফলে উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত ২ নভেম্বর রাত ৯টার দিকে নাব্য সংকটের কারণে কাজিরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৩৮ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

ট্রাকচালক আলী হোসেন বলেন, কাজিরহাট-আরিচা নৌপথে মাঝে মধ্যেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে আমাদের ভোগান্তি বাড়ে। ঘুরে যেতেও পারি না, আবার দুই-তিন দিন দেরি করাও সময়ের ব্যাপার, যা বেশ কষ্টকর।

আরেক চালক মাসুদ রানা জানান, শুধু কাজীরহাট ঘাটে না, অপরপ্রান্তেরও একই অবস্থা। শুক্রবার সন্ধ্যায় ঘাটে আসি। আর রাত ১১টার দিকে ফেরি বন্ধ যায়। ঘাটে আটকে পড়ায় খাবার ও পানির সংকটে পড়েছি।

কাজীরহাট ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান জানান, শুক্রবার রাত থেকে নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার ম্যানেজমেন্ট তিন দিনের জন্য কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে। আশাকরি আগামী তিন দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে ৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সাড়ে ৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক