• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ‘স্যার’ না ডাকায় তুলকালাম, শেষমেশ যা হলো

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ২১:৩৯
ছবি : সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা শাখার ব্যবস্থাপককে ‘স্যার’ সম্বোধন না করায় গ্রাহকের সঙ্গে সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদের অসদাচরণের অভিযোগটি ‘সমাধান’ করার দাবি করা হয়েছে।

জানা গেছে, ঝিটকা বাজারের মিষ্টান্ন ব্যবসায়ী সমর সন্ন্যাসীর ছেলে সুব্রত সন্ন্যাসী বুধবার ওই শাখায় যান। এরপর ওই শাখার ব্যবস্থাপককে ‘ভাই’ সম্বোধন করা নিয়ে সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদের সঙ্গে তর্কাতর্কি হয়।

তবে যাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত সেই শাখা ব্যবস্থাপক অদ্বৈত কুমার মৃধা বলছেন, গ্রাহকের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি গ্রামীণ ব্যাংকের দুজন বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও এরিয়া প্রধানকে নিয়ে গ্রাহকের সঙ্গে বসে সমাধান হয়ে গেছে। এ ঘটনার জন্য সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ওই দিন গ্রাহক সুব্রতের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ব্যাংকের ওই শাখায় আলাপচারিতার একপর্যায়ে সুব্রত সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদকে বলছেন, ‘সম্মান দিয়ে ভাই বলা কি অপরাধ? আপনাদের ভাই বলা যাবে না? স্যারই বলতে হবে?

উত্তরে আবুল কালাম বলছেন, ‘ভাই বলা যাবে না, স্যার বলবেন। আপনি ভদ্রতা দেখান। গ্রামীণ ব্যাংকের সবাইকে স্যার বলতে হবে।

সুব্রত কারণ জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এটাই নিয়ম; এটা সবাই বলে।’ এরপর সুব্রত পাল্টা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনি এত তর্ক করেন কেন? আপনার কোনো সম্পর্কের ভাই উনি (ব্যবস্থাপক)?’ এ পর্যায়ে গ্রাহক সুব্রত সন্ন্যাসীর দিকে আঙুল তুলে ‘কথাবার্তা সাবধানে বলার হুমকি দেন’ আবুল কালাম।

সুব্রত আঙুল নামাতে বললে আবুল কালাম তার প্রতি মারমুখী হয়ে ব্যাংক থেকে বের করে দেন ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিএনজির চাকা পাংচার হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু
ব্যাংক জিম্মি: কর্মকর্তা, গ্রাহক ও অর্থ লোপাট নিয়ে যা জানা গেল
জুলাই গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসে তদন্ত শেষ করতে নির্দেশ
গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা