• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ২১:১৬
ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন।

আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাগকাটা গ্রামের বাসিন্দা। আত্মগোপনে থাকা ‘মমতাজ মহল’ নামে ওই বাড়িটি তার স্ত্রীর নামে বলে জানিয়েছেন তিনি।

তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘ঢাকার কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ হত্যা মামলায় মতিনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। আরও অন্য কোনো পলাতক আসামি সেখানে রয়েছে কিনা, সেটি জানার জন্য আমরা তাকে গ্রেপ্তার করে বাড়ি তল্লাশি করেছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার
ওবায়দুল কাদেরের দেশে লুকিয়ে থাকার কথা জানত না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ
রাজপথে থাকবে আ.লীগ নেতাকর্মীরা