জিএমপির নয়া কমিশনার নাজমুল করিম খান
গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. নাজমুল করিম খান। এর আগে তিনি পুলিশ স্টাফ কলেজের (ডিআইজি) কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) নবাগত কমিশনার জিএমপি সদরদপ্তরে পৌছলে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বিগত আওয়ামী লীগ আমলে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারিতে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নাজমুল করিম খানকে। তখন তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন।
সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো এ পুলিশ কর্মকর্তা চাকরি ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে চাকরিতে পুনর্বহাল করা হয়। গত ২৭ আগস্ট মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননরিাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা প্রজ্ঞাপন জারি করে।
চাকরি পুনর্বহালের প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে’ অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের আগ পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তার বকেয়া বেতনভাতাদি, পদোন্নতি এবং চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন এসব কর্মকর্তা।
সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পরবর্তীতে গত ০৩ সেপ্টেম্বর ড. নাজমুল করিম খানকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ছিলেন। পরে গত ৬ অক্টোবর তাকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
ড. মো: নাজমুল করিম খান কিশোরগঞ্জের কৃতি সন্তান। তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম খান চুন্নু। এছাড়াও রেজাউল করিম খান চুন্নু জজ এসোসিয়েশনের পরপর তিনবারের নির্বাচিত মহাসচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে থেকে জাতীয় সংসদ নির্বাচন অংশ নিয়েছিলেন রেজাউল করিম খান চুন্নু।
আরটিভি/এএইচ
মন্তব্য করুন