• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন স্মরণ 

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৫০
জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন স্মরণ 
ছবি : সংগৃহীত

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে লেখককে স্মরণ করছেন। মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে নুহাশপল্লীর স্টাফরা লিচুতলার সমাধি প্রাঙ্গনে আনুমানিক ৫০০টি মোমবাতি প্রজ্বালন ও কেক কেটে লেখক হুমায়ূন আহমেদকে স্মরণ করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) জন্মদিন উপলক্ষে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করেছেন।

উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয় সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হয় জন্মদিনের কেক।

প্রতিবারের‌ মতো এবারো হুমায়ূন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানায় নুহাশপল্লীর লিচু তলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে‌ রূপা সেজে আসছেন অনেক ভক্ত ও পাঠকরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার মোহনগঞ্জে তার মায়ের বাড়িতে। তার পৈত্রিক বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশের সকল ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ চিরকাল বেঁচে থাকবেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে হুমায়ূনপুত্র নুহাশের সিনেমার বরাদ্দ বাতিল করলো মন্ত্রণালয়
হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন চক্রবর্তী