• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়া হলো না অবিনাশের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৫৭

চট্টগ্রামের বাঁশখালীতে পিতা-মাতার শ্মশানে বাতি দিতে যাওয়ার পথে যাত্রাবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও বনিকপাড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অবিনাশ ধর উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাথপাড়ার বিপিন ধরের ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

স্থানীয়রা জানায়, এস আলমের বাসটি বাঁশখালীতে থেকে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। অন্যদিকে টমটমটি যাচ্ছিল বাঁশখালীর দিকে। এরই মধ্যে বাসটি সাধনপুর ইউনিয়ন বৈলগাঁও এলাকার বিপজ্জনক টেক বনিকপাড়ায় পৌঁছালে টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অবিনাশ ধরের।

নিহত অবিনাশ ধরের ছেলে সুমন ধর জানান, বাবা গুনাগরীর নিজবাড়ি থেকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় পিতা-মাতার শ্মশানে বাতি দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বনিকপাড়ায় টেক এলাকায় পৌঁছাতেই দ্রুতগামী একটি বাস টমটমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবার মৃতু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে এক ঘণ্টার পুলিশ সুপার শিক্ষার্থী রোজা
পারিবারিক কলহের জেরে রাজধানীতে এক নারীর আত্মহত্যা
‘পুষ্পা টু’র ট্রেলার লঞ্চে বিপত্তি, পুলিশের লাঠিচার্জ  
পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা