• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আড্ডা দিতে নিষেধ করায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ০৯:০১
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে আড্ডা দিতে নিষেধ করায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোহনপুর এলাকার তিন যুবক রাতে বাইপাস এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের এক যুবক সেখানে তাদের আড্ডা দিতে নিষেধ করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
রাবিতে ২ বিভাগের দফায় দফায় সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১০
বাঞ্ছারামপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১