• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ২০:১৫
মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ ছাত্রকে প্রতিষ্ঠান পরিবর্তনের (টিসি) নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি স ম আজহারুল ইসলাম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আদেশ দেন তিনি।

বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর দুপুরে আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফয়সাল আহমেদ টিফিনের সময় বাড়িতে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ জন ছাত্র ফয়সালকে আজম খান মাঠে এলোপাতাড়ি কিলঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে নবম শ্রেণির ছাত্ররা ফয়সালকে উদ্ধার করে প্রধান শিক্ষকের রুমে নিলে প্রধান শিক্ষক তার অবস্থা গুরুতর দেখে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে একদিন চিকিৎসার পর তার অবস্থা অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসারত অবস্থায় ফয়সালের মা ইয়াসমিন আক্তার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়ে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিচার বসে। সেখানে উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম সকলের বক্তব্য শুনে অভিযুক্ত অপরাধী দশম শ্রেণির ৭ ছাত্রকে টিসি প্রদান করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।

এ ব্যাপারে শিবলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ জন শিক্ষার্থী নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি মেরে আহত করেছে। পরে আমি আহত শিক্ষার্থীকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। ছাত্রের মা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করলে আজ সেটার বিচার হয়। এ সময় অভিযুক্ত দশম শ্রেণির ৭ ছাত্রকে টিসি প্রদান করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিলাম চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ধস্তাধস্তি-মারামারি
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারি
দুই গ্রুপের মারামারি, সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
কারাগারে হাজতি-কয়েদিদের মারামারি, বাজল পাগলা ঘণ্টা